ads

ঈশ্বরদীর বাঘইলে ইসলামী পাঠাগারের উদ্বোধন

  


টিএ পান্না ॥ ঈশ্বরদীর ঐতিহাসিক বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ও গোরস্থানের ইসলামী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পাঠাগার উদ্বোধন উপলক্ষে নিজস্ব হলরুমে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ঠ শিল্পপতি,বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু । সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা,বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে কমিটির কার্যকরী সভাপতি ও পৃষ্ঠপোষক রওশন আক্তার,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দীন প্রামানিক,সাংবাদিক মাসুম,সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত মিন্টু,আবুল হাসেম ও আকরাম আলী খান সঞ্জুর  মাগফেরাত কামনা করা শেষে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।#

ক্যাপশন ॥  ঈশ্বরদীর ঐতিহাসিক বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ও গোরস্থানের ইসলামী পাঠাগারের উদ্বোধন করা হচ্ছে।



Post a Comment

1 Comments

  1. You can base your game on a lot of totally different roulette strategies, however have the ability to|you possibly can}'t win at roulette each time you play. When accomplished enjoying in}, want to} change your non-value chips for regular denomination chips that can be used at other video games. Being a game of chance, additionally it thecasinosource.com is a game the place a participant can stroll in and win huge with no talent in any respect. A mathematical roulette strategy says want to} improve your guess by 1 each time you lose.

    ReplyDelete