ঈশ্বরদী থেকে শাহ আলম সেলিম জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোরের লালপুর উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ৬ টার দিকে লালপুর সদরের রামকৃষ্ণপুরের কোসাই পাড়া মোড়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ডক্টর মীর নূরুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাদেকুর ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আকবর আলী, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জাহিদ হাসান প্রমুখ।###
0 Comments