ads

বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

 

 


আরাফাত সরদার ঈশ্বরদী ।। বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন,ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মারপিটের শিকার মুলাডুলির সবজি ব্যবসায়ীরা আজ দুপুরে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য দেন,ব্যবসায়ী আব্দুস সামাদ। এছাড়াও বক্তব্য দেন,চম্পা বেগম,শাহিন শেখ,সিরাজুল ইসলাম,নাজিম,মঞ্জুুর ইসলাম তারেক,জনিশেখ ও মফিজ উদ্দিন মানিক প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন,গত পহেলা সেপ্টম্বর পনে এগারোটায় মুলাডুলি কাঁচা মালের আড়তে হাবিব ভান্ডারীর নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টায়  হামলা চালানো হয়। হামলায়  হামিদ,তারেক ও জনি ব্যাপারী  রক্তাত্ব জখম হয়। বক্তারা এসব ঘটনার নিন্দা জানান।#

Post a Comment

0 Comments