অনলাইন ডেস্ক ॥ কোভিড-১৯ মহামারীর মধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের নির্ধারিত সব ফ্লাইট ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (ডিজি) মো.মোকাব্বির বুধবার এ তথ্য জানান।
নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ধাপে ধাপে সর্বশেষ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।
দুইদিন আগে (২৭ এপ্রিল) বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদিআরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, যুক্তরাজ্যসহ মোট ১৬টি দেশের সঙ্গে ফ্লাইট বিমান চলাচলে বিধিনিষেধের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।
এখন চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটেও ফ্লাইটে যাত্রী পরিবহণ বন্ধ রয়েছে।
তবে চার্টার্ড ফ্লাইট ও কার্গোবাহী ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স ও জরুরি অবতরণ নিষেধাজ্ঞার আওতামুক্ত আছে।
1 Comments
The quotient remainders usually are not all distributed equally among the precise slots on the reel. Blank spaces are weighed heavily, as seen within the Percent Chance of Choosing Symbol column, as are those that have a lower payout. For instance, the primary reel is most likely to hit the jackpot slot, whereas by the third reel the likelihood is minuscule. Along with a heavy weighting to blank spaces surrounding the jackpot, this creates a “near miss” effect and keeps the player in suspense . Slot machines produced right now are a far cry from their mechanical ancestors. Computer 카지노 chips have replaced spinning wheels, and electronic credit have replaced cash.
ReplyDelete