সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় সেফটি ট্যাংকে পড়ে একজন রাজমিস্ত্রি মারা গেছেন। তার নাম ফরহাদ (২৫)। এ ঘটনায় আরও তিনজন আহত হন। এরা হলেন, রাকিব (২৫), গোলাম রসুল (৫০) ও নোমান হোসেন (১৮)। তাদেরকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড় বাড়াদি গ্রামের এলামপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায়, সকাল ১১টার দিকে বেড় বাড়াদি গ্রামের এলামপাড়ায় জনৈক জাফরের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের ঢাকনা খুলতে যায় এই ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের সাবান আলীর ছেলে রাজমিস্ত্রি ফরহাদ, বেড় বাড়াদি গ্রামের মৃত মনজেরের ছেলে গালাম রসুল (৫০), একই গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে নোমান হোসেন (১৮) ও মান্নানের ছেলে রাকিব (২৫)। প্রথমে ফরহাদ সেফটি ট্যাংকে ঢাকনা খুলতে গিয়ে ট্যাংকের ৮ ফিট নিচে পড়ে যায়। এ সময় রাকিব, নোমান, ও রসুল তাকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা এসে ফরহাদসহ অন্যান্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষনা করেন। অপর তিনজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে আসে।


0 Comments