ads

গত ২৪ ঘণ্টায় ১০ জন জয় করেছেন প্রাণঘাতী করোনা,,রাজশাহী বিভাগে নতুন করে আরও ১২৯ জনের প্রাণঘাতী করোনা সংক্রমণ শনাক্ত


রাজশাহী সংবাদদাতা ॥ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য দফতরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানিয়েছেন, করোনায় বিভাগে সর্বোচ্চ ৮ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ জন, পাবনায় ৩ জন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দু’জন ও নাটোরে একজন ,রাজশাহী বিভাগে নতুন করে আরও ১২৯ জনের প্রাণঘাতী করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনেই করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। এছাড়া করোনায় প্রাণ গেছে আরও দু’জনের। তবে গত ২৪ ঘণ্টায় ১০ জন জয় করেছেন প্রাণঘাতী করোনা।

এ পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় এক হাজার ৭৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৪৬ জন। সুস্থ হয়েছে ৩৯৮ করোনা রোগী। তবে করোনায় প্রাণ গেছে বিভাগের ১৯ জনের।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য দফতরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জনই বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়া সিরাজগঞ্জে ৩৩ জন, রাজশাহীতে ৯ জন, নাটোরে দুজন এবং পাবনায় একজন রয়েছেন আক্রান্তের তালিকায়। নতুন করোনা সংক্রমণ ধরা পড়েনি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে।

গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়া ও পাবনায় একজন করে মারা গেছেন। এই সময়ের মধ্যে করোনা জয় করেছেন রাজশাহীতে ৬ জন এবং বগুড়ায় ৪ জন। এছাড়া করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার ১০ জন এবং জয়পুরহাটের ৪ জন।

তিনি আরও বলেন, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ৮৭৪ জনের। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১৪১জন, পাবনায় ১৩১ জন, রাজশাহীতে ৮৬ জন, নাটোরে ৬৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন।

করোনায় এ পর্যন্ত হাসপাতালে গেছেন জয়পুরহাটে সর্বোচ্চ ১৮৫ জন। এছাড়া বগুড়ায় ১১৮ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জ ও পাবনায় ৩ জন করে।

সবচেয়ে বেশি করোনা জয় করেছেন জয়পুরহাটে ১১৫ জন। এছাড়া নওগাঁয় ৯৬ জন, বগুড়ায় ৬৩ জন, নাটোরে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, রাজশাহীতে ২২ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ৮ জন।

করোনায় বিভাগে সর্বোচ্চ ৮ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ জন, পাবনায় ৩ জন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দু’জন ও নাটোরে একজন।

Post a Comment

1 Comments

  1. When the participant hovers over any part of of} the statistics diagram, the spot on the betting desk the place a chip can be positioned is highlighted. Players can open Statistics to view the profitable numbers in up to as} 500 of the latest sport rounds. The participant can use the slider to alter the variety of previous rounds to apply. Dedicated Roulette provides licensees the choice to add a complete studio installation that adds quantity of} HD cameras around the wheel and vendor on your dedicated Live Roulette tables. Licensees merely choose the variety of cameras and 토토사이트 the shot angles.

    ReplyDelete