ads

দারিদ্র হার বেড়ে ৩৫ শতাংশে দাঁড়াবে-------সিপিডি



নলাইন ডেস্ক ।।   চলতি অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসবে আড়াই শতাংশে, দারিদ্র হার বেড়ে ৩৫ শতাংশে দাঁড়াবে বলে মন্তব্য করেছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার বাজেট নিয়ে এক ভার্য়চুলায় আলোচনায় সিপিডি আরো জানায়, আগামী ২০২০-২১ অর্থবছরে বাজেটে সবোর্চ্চ প্রবৃদ্ধি হবে ২.৫ শতাংশ। রাজস্ব ঘাটতি হবে ১লাখ ২৫ হাজার কোটি টাকা 
ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে মূল প্রতিবেদন তুলে ধরে তৌফিকুল ইসলাম বলেন, ‘আমরা যদি ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারি, তাহলে তা যথেষ্ট খারাপ না।
বিশ্বের অনেক দেশ এই সময়ে নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গছে। আমাদের পাশের দেশ ভারতেও এই ধরনের আশঙ্কা করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা যদি ধরে নিই অর্থবছরের বাকি যে সময় আছে তাতে ভালো প্রবৃদ্ধি হবে, তারপরও প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে না।
অর্থাৎ সবচেয়ে ভালো সিনারিও যদি আমরা এই বছরের জন্য চিন্তা করি তাহলেও আমাদের ধারণা এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে না।’
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তৌফিকুল ইসলাম খান আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে, পাঁচটি খাত সরাসরি বড় অসুবিধায় পড়েছে।
তবে এই সময়ে প্রবৃদ্ধির ওপর বিশেষ জোর না দিয়ে বরং আমাদের মানুষের জীবন বাঁচানোকে সবচেয়ে বেশি প্রাধিকার দিতে হবে।

Post a Comment

1 Comments

  1. Also, all playing websites and our guides are rated 18+ solely. So, search out|to search out} one of the best slots for yourself, you’ll need to find out} the type you wish to play, whether that’s 5-reel slots, classics, 3D, progressive, and so forth. Ignition also has something for its current players, together with the Weekly Boost, the Ignition Rewards loyalty program, crypto monthly giveaway, and extra. Both 카지노 of these incentives arrive with 25x wagering necessities, which is among the lowest on our list of slot websites. Use the hyperlink above and code IRONBORDERS to get a 245% match bonus and 55 free spins. Slots.lv excels in many of} areas but none greater than their rewards and bonuses part.

    ReplyDelete