ads

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাবনা জেলা আওয়ীমীলীগের সভাপতি প্রার্থীতা ঘোষণা করলেন আওয়ামীলীগ নেত্রী পিয়া

ক্যাপশন ॥ সংবাদ সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করলেন বর্তমান কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক ভুমিমন্ত্রী মেয়ে মাহজেবীন শিরিন পিয়া।

স্টাফ রিপোর্টার॥ আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করলেন বর্তমান কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক ভুমিমন্ত্রী মেয়ে মাহজেবীন শিরিন পিয়া। সোমবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি সভাপতি পদের প্রার্থীতা ঘোষণা করেন । এসময় মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি টি এ পান্না,সহসভাপতি আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান এবং ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, 

আগামী ১৯ শে ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই লক্ষ্যে আমরা পাবনা জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করে যাচ্ছি । আমি পাবনা জেলা আওয়ামী লীগের কাউন্সিলরসহ সকল নেতৃবৃন্দ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পাবনা জেলার সবকটি উপজেলার কাউন্সিলার ও নেতৃবৃন্দসহ পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পাবনা জেলাবাসী আমার সাথে আছে। তাই আগামী ১৯তারিখ পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ আমি একজন সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা করছি। তিনি আরও বলেন,আমি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন আমার বাবা দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্ব সুন্দর ভাবে সবাইকে সাথে নিয়ে রাজনীতি করেছেন । আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন ভাষা সৈনিক এর সন্তান । আমি আমার বাবার মত করে সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই । ঐক্যবদ্ধভাবে রাজপথে আওয়ামী বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই । পাবনায় কঠিন ভাবে দলের পক্ষে নৌকার জন্য মাঠে ময়দানে কাজ করেছি। এমপি নির্বাচন থেকে শুরু করে উপজেলা পৌরসভা ইউনিয়ন নির্বাচন এ ওপেন নৌকার পক্ষে নির্বাচন করেছি। আমি আটঘরিয়ায় নির্বাচনে এর নৌকা মার্কায় ভোট চেয়েছি। ঈশ্বরদী উপজেলা ৭টি ইউনিয়ন এ পুরোদমে মাঠে থেকে নৌকার ভোট চেয়েছি। দিনরাত পরিশ্রম করেছি। মাননীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস কাকুর নির্বাচনএ নিরলস ভাবে ঈশ্বরদী আটঘরিয়ায় নৌকার ভোট করেছি। ১/১১ ওয়ান ইলেভেন এ মাঠে ময়দানে অবস্থান করেছি। সব রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার কাছে রয়েছে । এখনো রাজনীতি করে দলকে সুসংগঠিত করে কাজ করে যাচ্ছি দলের জন্য । এক লক্ষ ভোটে ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম জামায়াত বি এন পি র বিরুদ্ধে ভোট করে । রাজকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ফাঁসির জন্য ।এখনো একজন নারী হিসেবে যুদ্ধ করে রাজনীতি করে যাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মেনে । বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল জননেতা প্রধানমন্ত্রী আপনি আমার নেতা । আমার বাবা বেঁচে নেই । কিন্তু আপনি দয়ালু আপনি আছেন । উপরে মহান আল্লাহ্ পাক আর নিচে আপনি আমার শেষ ভরসা ।আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সম্মেলনে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রধান মন্ত্রীর সহযোগিতাও প্রত্যাশা করেন । #





Post a Comment

1 Comments

  1. Las Vegas Casino & Resort Ownership History and Their History
    The casinos, 인천광역 출장안마 which opened in the early 2000s as Mirage Resorts, 경산 출장샵 operated 울산광역 출장안마 the Mirage. Las Vegas, Nev. 순천 출장샵 is a city that is now home to more 부산광역 출장샵

    ReplyDelete