স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা রাঃ এর শানে অবমাননার মন্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ ঈশ্বরদী উপজেলা উলামা পরিষদের পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। শহরের লোকোসেড ফুটবল মাঠ থেকে বের করা বিক্ষোভ-মিছিলে পর্যায়ক্রমে সকল মসজিদের মুসল্লীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটিবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট জিরো পয়েন্ট ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মো: হাবিবুল্লাহ কাউসারী,আমবাগান মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: আসাদুজ্জামান ও নূরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: রাশিদুল ইসলামসহ অন্যান্য মাওলানা বৃন্দ। পরে রেলগেট জিরো পয়েন্ট ট্রাফিক মোড়ের সমাবেশে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দাল এর কুষপুত্তুলিকা দাহ করা হয়।#
ক্যাপশন ॥ ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা রাঃ এর শানে অবমাননার মন্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে কুষ্পুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল।
1 Comments
By far the majority of of} the Video Poker I find and play is IGT-designed, but variety of the} casinos I’ve performed at latest years|in recent times|lately} have had a model by WMS that’s pretty good too. When the machine is operating sluggish could be} impossible to play, 카지노 but when it’s operating as designed could be} as fun because the IGT ones. Video poker is totally completely different to conventional poker in terms of|in relation to} technique and skill.
ReplyDelete