ads

ঈশ্বরদীর মুলাডুলিতে বিষ প্রয়োগে ফসলের ক্ষতি



এসআই টিটুল,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর মুলাডুলি নিকরহাটা গ্রামে শত্রুতা বশত: ঢেরস ও ধান ক্ষেতে ঘাস মারা বিষ দিয়ে প্রায় ৮০ হাজার টাকার ফসলের ক্ষতি করেছে। একই এলাকার মৃত আল্লেখ প্রামানিকের ছেলে আয়নাল গংয়ের সদস্যরা বুধবার সন্ধ্যায় এই বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করে। বৃহস্পতিবার ঐ এলাকার এক জনপ্রতিনিধির সহযোগিতায় ক্ষতিগ্রস্ত জহুরুল ইসলাম ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ঈশ্বরদী থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ ও ঈশ্বরদী প্রেসক্লাবে দেওয়া লিখিত বক্তব্য সূত্রে এসব তথ্য জানাগেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুলন ও বিচার দাবি।#

ক্যাপশন ॥ ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত।

Post a Comment

1 Comments

  1. If you're keen on|you like} betting on sports activities, you should to} positively check out Bovada – it’s top-of-the-line sports activities betting sites within the US. This Curacao-licensed betting platform is straightforward to 파라오 카지노 navigate, provides 29 sports activities, and a number of} beneficiant bonuses to accommodate your wants. The greatest online playing sites have made it easy to gamble online – you deposit some money, and off you go spinning the reels or betting on sports activities. You should have instant access to an energetic customer support service always.

    ReplyDelete