স্টাফ রিপোর্টার ।। নবম জাতীয় পে-কমিশন বাস্তবায়ন করা না হলে রেলচলাচল বন্ধ
করে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। রবিবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে বিভাগীয়
ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পাকশী শাখার পক্ষ থেকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রিয় কার্যকরী
সভাপতি আহসান হাবিব এই ঘোষনা দেন। সংগঠনের পাকশী শাখার সভাপতি সোহেল রানার
সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,সংগঠণের সাধারণ সম্পাদক খন্দকার সোহেল
রানা,সাংগঠনিক সম্পাদক সুমন আলী,কামরুল ইসলাম,অফলভ ইসলাম,বিআর এল নেতা আরিফুল
ইসলাম। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, পাক্শী শাখার, পক্ষ থেকে ৯ম জাতীয় পে-কমিশন বাস্তবায়নসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে অফিস চত্বরে বিক্ষোভ
প্রতিবাদ মিছিল বের করা হয়।শ্রকি দল নেতা কামরুলের স্লোগানে মুখরিত মিছিলটি পাকশীর
বিভিন্ন দপ্তরের বারান্দা দিয়ে বিভিন্ন
এলাকা পরিদর্শণ করে। পরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।#
তাং-16.11.2025

0 Comments