গণফোরামের২জন, গণঅধিকারপরিষদের১জন, সুপ্রিমপার্টির১জন, এবিপার্টির১জন, সিপিবির১জন, নাগরিকঐক্যের১জনএবং৭জনস্বতন্ত্রপ্রার্থীরয়েছেন।এদের মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুররহমানহাবিব (বিএনপি), আবুতালেবমন্ডল (জামায়াত), সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুলইসলামসরদার (স্বতন্ত্রবিএনপি), পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়াপিন্টু (স্বতন্ত্রবিএনপি), সাইফুলআজাদমুল্লিক,বিপ্লব (জাতীয়পার্টি), আনোয়ারশাহ (ইসলামীআন্দোলন), সোহাগহোসেন (সিপিবি) এবংশাহনাজহক (নাগরিকঐক্য)। এদর মধ্যে সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,ঈশ্বরদী উপজেলা বিএনপির
সাবেক সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস ও দর্পন সরদার ঈশ্বরদীস্থ সহকারী রিটার্নিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। জাকারিয়াপিন্টুর পক্ষে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপি নেতা এসএম,ফজলুর রহমান,আক্কাস আলী,আনোয়ার হোসেন জনি ও হাবিবুররহমানহাবিবের পক্ষে সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু,মাহবুবুর রহমান পলাশ,জিয়াউল ইসলাম সন্টু,আজমল হোসেন সুজন ও রফিকুল ইসলাম রকি মনোনয়ন পত্র জমাদেন।
0 Comments